সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

প্রেম হয় তখন

দর্শন বিনে মজে নাহি কভু,
প্রেমিক প্রেমিকার মন।
বর্ষন বিনে ভিজে নাহি কভু,
শিশিরে কোন বন।
কাননে দেখিলে কুসুম,
দেখবে সেথাই অলি।
মধুকর চষিয়া বেড়াছে,
আঁশ পাশের সকল গলি।
নদীতে যদি দেখ-
উপসে পড়িছে সদা জল,
বুঝিয়ো সেথায়,
যৌবন করিছে টলমল।
আকাশেতে যদি দেখ,
সাদা মেঘের ভেলা।
ভাবিবে সেথায়-
প্রেম নেই শুধু অবহেলা।
নয়ন বোঝে নয়নের কথা,
মন বোঝে মন।
নয়নের সাথে যদি কভু,
হয় দুটি মনের মিলন,
আসুক সকল বাঁধা,
প্রেম হতে কতক্ষন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন