মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

মায়ানমার ও রোহিঙ্গা

চোখ খুলিয়া দেখরে চেয়ে

কোথায় আজ মানবাধিকার,

মায়ানমারের সেনাবাহিনী 

হিংস্র কোন জানোয়ার৷

নারী পুরুষ নির্বিশেষ 

মারছে তারা ঝাঁকে ঝাঁকে

বিশ্ব শান্তি করছে নষ্ট

ওটাই হলো মূল কষ্ট।

বৌদ্ধ ধর্মে আছে নাকি

জীব হত্যা মহা পাপ,

তবে কেন ধর্ম গুরুরা সবে

আছে আজ চুপচাপ। 

যে যার দেশে করবে বাস

এটাই নাগরিক অধিকার,

তবে কেন সুকির দেশে

এমন নিষ্ঠুর অত্যাচার৷

শান্তির জন্য নোবেল পেয়েছে

শুনতে লাগে হাঁসি,

ঘৃণা লজ্জায় সুচির গলায়,

পরাও নোবেল শান্তির ফাঁসি।

নাফ হয়ে সাগরে মিশেছে

রোহিঙ্গাদের তাজা রক্ত,

তবুও বিশ্ব মোড়লেরা

বলছেনা এবার থামতো।

বিশ্ববাসী বোবা আজ

দেখছে নিষ্ঠুর খেলা,

এই খেলাটা সার্প ছোবলে

বাড়াবে বুকে জ্বালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন