রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

বাবা

যেদিন তুমি চলে গেছ,

সেদিন থেকে আমি একা।

মাথার উপর ছাঁদটা খসে,

হয়ে গেছে-আঁকাশটা ফাঁকা।

আজো আমি মধ্য রাতে,

একা ঘরে কাঁদি।

বদ্ধ ঘরে উদাস নয়নে,

একা চেয়ে থাকি।

রোজ সকলাকে ঘুম ভাঙ্গিয়ে,

বলতে তুমি খোকা।

মানবসেবা করবিরে তুই,

দিবিনা কাউকে ধোঁকা।

আজো আমি অনুভবে তোমার স্পর্শ পাই,

প্রতি সকলে নয়ন খুলে তোমায় দেখতে চাই।

যখন আমি নয়ন মেলে দেখি তুমি নাই,

তখন আমার হৃদয়টা করে হায় হায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন