সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

শীত

জীব প্রেম করেন যিনি,
স্রষ্টাকে পেয়েছেন তিনি।

প্রচন্ড শীত,
গ্রামে আছেন যারা,
অনুভব করছেন তাঁরা।
পোশাক নেই যাদের,
কষ্ট হচ্ছে তাঁদের।
ধনী আছেন যারা,
এগিয়ে আসুন তাঁরা।
সামর্থ আছে যাদের,
বুজতে হবে তাঁদের।
আসুন সবাই এগিয়ে,
শীত যাক পালিয়ে।
করুন সবাই সহানুভুতি,
আছে যাদের অনেকপাতি।
একটি পোশাক কর দান,
দেখবে আনন্দ কত খান।
নিজের বৌয়ের জন্য,
কিনেন কাশমেরী চাঁদর,
তবুও পাবেননা আদর।
ওর আহলাদ,
অনেক বেশি।
চাঁদ দিলেও হয়না খুঁশি।
কিন্তু যারা,
গরীব মানুষ,
অল্পতে তাঁদের দিল খুশ।
বাড়িয়ে দিলে দুহাত,
মানবতার দৃষ্টি পাত।
স্রষ্টা তাঁতে অনেক খুঁশি,
যাতে তাঁর মানব হাঁসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন