মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

মানবতা

যেখানে মানবতা নেই, 

সেখানে অধিকার নিশ্চুপ;

সকল অধিকার হরণ হচ্ছে,

তবুও সারা বিশ্ব চুপ।

কি হবে সকাল-সাঁঝে

শান্তির বাণী শুনিয়ে,

যেখানে মৃত্যু আসে সদা

ঢাক ঢোল পিটিয়ে।

শিশু যুবক বৃদ্ধ মরছে

সুচির অস্ত্র বানে,

দেখেও না দেখার ভান করে

সারা বিশ্ব তুলা দিয়েছে কানে।

দেশটা আজ পরাধীন লাগে

বার্মার সেনারা  অচেনা,

তাইতো আজ শান্তির বাণী

পথ খুঁজে পাইনা।

নিজ দেশেই বিতাড়িত ওরা

থাকার জায়গা নাই,

তাইতো ওদের বীভৎস  লাশ

যেখানে সেখানে পড়ে রই।

বিশ্ব বিবেক চুপ করে আজ

প্রতিবাদ প্রতিরোধ হীন,

এভাবে চলতে থাকলে

কেমনে শোধাবে ঋণ। 

(মিয়ানমার এ রোহিঙ্গাদের উপর আক্রমনের তিব্র নিন্দা জানাচ্ছি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন