মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

গ্রাম ভালোবাসি

ছোট্ট গাঁয়ের বনের ধারে

একটা ছোট্ট নদী,

পালতুলে কোথায় যাও

ওরে ও ভাই মাঝি।

গাছের ছায়ায় খেলা করে

দস্যি ছেলের দল,

কলসী কাঁখে বধূরা যাই

আনতে নদীর জল।

দিগন্তের ওই সবুজ মাঠে

রাখাল চড়াই গরু,

দিনের শেষে ক্লান্তি বেশে

সন্ধ্যা হলো শুরু।

পুকুরপাড়ে বাঁশবাগানে,

ওঠে যখন চাঁদ।

সোনালী আলো বলে হেসে,

এখন অনেক রাত।

আকাশেতে তারারা জ্বলে,

চাঁদে দেয় হাঁসি।

পূর্ব আকাশ প্রভাতের সূর্য,

বলে ভালোবাসি।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন