রবিবার, ১ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গা শিশুদের নিয়ে রচিত কবিতা

অনাথ শিশু

-শাহাবুদ্দীন



পথের ধারে লম্বা লাইন সারে সারে শিশু,
বাপ-মা হারা অনাথ ওরা ছুটছে সবার পিছু।
কি অপরাধ করছে তারা এই ধরনীর পরে,
পেটের ক্ষুদায় ছুটছে ওরা এপার থেকে ওপারে ।
আরো কিছু শিশু আছে উপায়ন্তর না পেয়ে,
ছুটছে তারা ক্লান্তিহীন ত্রাণের ট্রাকের পিছু গিয়ে।
যেথায় যখন পাচ্ছে যাহা খাচ্ছে তুলে নিয়ে,
এসব দেখেও লজ্জা পাই না সুচি নামক মেয়ে।
ক্ষুধার জ্বালায় ক্লান্ত দেহ ধুলায় লুটায় পড়ে,
এসব অনাথ শিশুর জন্য বাংলাদেশ কাঁদে।
খাদ্য দিচ্ছে বস্ত্র দিচ্ছে – দিচ্ছে বাসস্থান,
বিশ্বের বুকে বাড়ছে নিত্য বাংলাদেশের মান।
দিনের শেষে আঁধার নেমে যখন প্রভাত হবে,
ছুটবে আবার খাবারের জন্য ব্যস্ত রাস্তায় গিয়ে।
এভাবে চলতে আছে ওদের জীবনের প্রতিক্ষণ,
আসুন আমরা সহায়তা করি পারি যতক্ষণ।
অনাথ শিশুকে মনে করুন নিজেরই সন্তান,
আসুন আমরা করি তাদের খাদ্য বস্ত্র দান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন