মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

মানুষ গুলো

একদা মানুষের বিবেক ছিলো

বিবেকের দংশন ও ছিলো

বিবেক বুদ্ধি মানবিক বোধ ছিলো

মানুষগুলো মানুষ ছিলো।

প্রতিবাদে প্রতিরোধ ছিলো

ছিলো অন্যয়ের বিরুদ্ধাচরণ

বিদ্রোহ আর  বিপ্লব ছিলো 

যেখানে নিপীড়ন প্রতিহত হতো।

আজ সেই তর্জনী নেই

নেই সুউচ্চ সাহসী শির

নেই বিবেকের সেই দহন

বিবেচনাবোধ বিলুপ্ত আজ।

মানবিকতা বিলুপ্ত  আজ

বেহায়ায় ছেয়ে গেছে লোকালয়

মনুষ্যত্ব যাদুঘরে নিয়েছে ঠাঁই।

মানুষ আর মানুষ নাই!!!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন