রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

বর্ষা

দিনভর দাঁড়িয়ে বারান্দাতে একাএকা,
তবু পায়নি এক পলক সূর্যের দেখা।

উড়িতেছে গগন জুড়িয়া কালো শাড়ির আঁচল,

অবিরত ধাঁরায় ঝড়ছে সারাদিন  বৃষ্টির জল। 

টুপটুপ  রিমঝিম ঝরছে সারা দিন, 

বৃষ্টির মাদল বাজাই অলসতার বীণ। 

কেউ ভেজে রাস্তায় কেউ ফাঁকা মাঠে, 

কেউ আবার উঠানেতে ভেজে আপন তটে 

ব্যাঙ ডাকে ডিবির উপর বসে সারে সারে,

মেঘের গর্জনে বুকটা কাঁপছে বারে বারে। 

রাখাল ভেজে মাঠে সাথে নিয়ে গরু, 

কদমের শুভ্রতা হেঁসে বলে এইতো বর্ষা শুরু। 

বর্ষার টুপটাপে চুপচাপ পাড়া,

মাঝে মাঝে পালাগানে দিয়ে যাই সাঁড়া।

পথিক চলার পথে হয় চিৎপাত,

তাই দেখে হেঁসে ওঠে ছোঁট বাবুসাব। 

ফুটফুটে ফুলেতে নেই ভ্রমর-প্রজাপতি, 

বর্ষার এই জলে তাঁরা হারিয়ে স্বাভাবিক উড়ার গতি।

রচয়িতাঃ শাহাবুদ্দীন

২২ জুলাই, ২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন