রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

চোখের জল

চোখের জল


অর্থ দিয়ে কিনতে পারো তৃষ্ণার জল,
কিন্তু কিনতে কি পারো চোখের জল?
পৃথিবীর কোথায় এমন মানুষ আছে,
চোখের জল কেনা যায় যার কাছে।

ক্যানভাসে আঁকা ঐ ছবিটা
হাজার কথার সৃষ্ট প্রলাপ,
এক ফোঁটা চোখের মুক্ত জল, সে তো
ব্যথিত আত্মার সুদীর্ঘ বিলাপ।

চোখের জল নিরবতা ভেঙে
কত কথা বলে-
গাঢ় সে অনুভূতি ব্যক্ত হ’লে
ঝরে সেতো দুনয়ন বেয়ে।

চোখের জলের রং কী?
বুঝতে পারে কেহ,
কেন ঝরে নিরবে কি তার মোহ?
কত কষ্ট পেলে পরে অশ্রু ঝরে,
সে অশ্রু নিরবে কত কথা বলে।

যারা কভু অপচয় করেনি চোখের জল,
যাদের চোখের জলের সরোবরে ফোটেনি শতদল,
তেমন মানুষ ক’জন আছে?
যারা কভু মাথা নত করেনি বিমুগ্ধ বেদনার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন