সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

পতিতা

জীবিকা যাদের বিভীষিকাভরা,
জীবন মরুময়!
সমাজের বুকে অভিশাপ
তারা– তারা তো ব্যাধি,
তারা তো কলঙ্কীনি;
দেহকে যারা টাকার বিনিময়ে বিকিয়ে দিয়ে, ছলনার প্রেমে ভূলে থাকে কিছুক্ষণ,
দিনের আলোয় বদ্ধ তাদের সাজানো জলসার ভূবন!
রবি কিরণ নিভিয়ে সহসা হয়েছে জাত নিশাচর,
কাল নাগিনীর ফনার
তুলে নৃ্ত্য করে সহচর!
পেটের জ্বালায় সাজায় তারা বিধ্বস্ত তনুখানি,
সারাটি জীবন
মরীচিকাময় তাদের, জোটে যত পরিহাস আর গ্লানি!
প্রতিঘন্টায় বদলাতে হয় তাদের প্রেমের অভিশপ্ত অভিনয়,
নতুন যাতনায় জেগে ওঠে তারা এটাই বাস্তবময়।
আলোকের পরে নেমে
আসে তাহাদের আঁধারের
যবনিকা!
তবু তাদের ক্লান্তি নেই; অবসর নেই;এটাই সহচিকা।
তারা অানন্দময়ী,নকল প্রেমের
দ্রুতী, হোক কলঙ্কময়ী,
মানুষ তবু তারা, তার চেয়ে
বড় – তারা নারী, কারোর জননী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন