রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

বিশ্বাস

আমার আকাশ অনেক বড়
চাইলে তুমি পাখি হয়ে

ডানা মেলে উড়তে পারো।
আমার স্বপ্ন অনেক বেশি

চাইলে তুমি দেখতে পারো

সকাল সন্ধ্যা দিবা নিশি।

আমার আছে সুখের নদী

স্বচ্ছ শীতল জলের ঢেউ

ইচ্ছা হলে সাঁতার কাটো

বাঁধা দিবেনা কেউ।

আমার সবুজ ভালোবাসা

সকল অবুঝ অভিমান

চাইলে তুমি নিতে পারো

আছে সাগর পরিমান!

আমার বুক ভরা শ্বাস

আর গভীর উচ্ছ্বাস

আসবে তুমি এই জীবনে

এটাই আমার বিশ্বাস।

রচয়িতাঃ শাহাবুদ্দীন

সদর যশোর।

২৮/০৮/১৭ ইং

http://shikshabarta.com/2017/08/28/কবিতা-105/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন