বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

প্রার্থনা

তাহার নামে করি শুরু
যিনি আমার স্রষ্টা,
সকল প্রশংসা তাহার তরে
আর নাহি কেহ ভরসা।
সেই স্রষ্টা সর্বাধীক দয়ালু
অধীক দয়াময়,
সকল কর্মের সঠিক হিসাব
তাঁহার কাছে রয়।
সকল ক্ষেত্রে তোমায় স্মরি
তোমার সাহায্য চাই,
সঠিক পথ দেখাও প্রভু
এটাই শুধু চাই,
যেই পথে চললে তুমি
খুঁশি হও,
রেখেছো উত্তম পুরস্কার,
রাখোনাই কভু তিরস্কার,
সে পথ নয়;
যেখানে রয়েছে কঙ্কর কন্টক
বিছানো শুধুই বালুময়।

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

★★নীলাক্রান্ত হৃদয়★★

অবান্তিকা!!!
গভীর অরণ্যে
থমকে থাকা বিকাল বেলায়
শালিকের কিচিরমিচির
শুনেছ কি!

শুনেছ কি;
গভীর অরণ্যের পাহাড়ের
ঢাল বেয়ে বয়ে চলা
কুলকুল শব্দের
ঝর্ণার অবিরত ধারা।

দেখেছো কি;
সমকালের পায়ে-পায়ে
সভ্যতার স্মৃতি চিহ্ন
বয়ে যাই ঐতিহ্য
ক্ষয়ে যাই কোন এক কালে
ঠাই হয় ইতিহাসে।

অনুভব করেছো কখনো
খেয়ালি মাখা চুমো উচ্ছ্বাসে!
দেখেছ সম্রাজ্ঞী তুমি
শাহজাহানের তাজমহলে,
সহাস্য চিরন্তন ভালোবাসা
স্বপ্নবাঁধা অন্তর অমরের তরে!

স্বপ্নবাঁধা অন্তর;
আমি দেখেছি
ঐ ছায়ালোকের কায়া ছেড়ে
যাচ্ছে দূর হেয়ালি পথে
যেখানে শূণ্যমরূ পূর্ণ হত
স্বযতনে!

স্বযতনে;
রাখতে চেয়েছিলে আগলে
যতদিন না সূর্য্য উদীয়মান
চাঁদ-তারা সাক্ষী আজও
গগনে বর্তমান!

আজো;
নীশি-যামিনী একা চলে
আমার স্মৃতিপট বেয়ে
অঘোর আঁধারে
শুধুই শূণ্যতায়!

শূণ্যতায়;
যে সংবেদনে গেলে তুমি দূর
বহে মন স্মৃতিতে সে সূর
যে‘সুর হাত রাখা হাতে
দিয়েছিল এক চিলতে রৌদ্দুর।

মনে কি পড়ে
নাকি স্মৃতিপট থেকে
সব ফেলেছো মুছে।
স্মৃতি সব গেছে দূর দিগন্তে
নিলীমায় মিলিয়ে।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

শীত নয় মন্দ


শী‌তের হি‌ম শীতল হাওয়া;
সহসা স্প‌র্শে জাগে শিহরণ,
শুক‌নো পাতার মর্মর ধ্বনি,
ক্ষীণ দৃষ্টির ভো‌রের কুয়াশা।

মেঘাচ্ছন্ন আকাশ বড্ড উদাস;
বাতা‌সে ফিস‌ফি‌সে শীতল গর্জন
দূর প্রা‌ন্তে জ্বল‌ছে প্র‌দীপ শিখা
গা‌ছের পাতা বে‌য়ে পড়ে জল।

সাত সকা‌লে হাঁড় কাঁপা‌নো শীত,
পদ্ম পুকু‌রে স্বচ্ছ জলের ঢেউ,
ঝিকমিক ক‌রে ওঠে এক কো‌নে,
শীত তাড়ানো সূর্যের মিষ্টি রোদ।

কচুপাতা জ‌মি‌য়ে‌ছে কুয়াশার জল,
সবুজ ঘাসের উপর করছে চিকচিক;
কলাপাতা বে‌য়ে টপটপ করে পড়ে,
শিউলি ফুল মাটির বুকে ঝরে পড়ে।

শীত নিদ্রার পালা এবার হলো শে‌ষ,
রৌদ্র বাড়াচ্ছ তার চিরন্তন  তেজ,
কলস ভর্তি মিষ্টি খেজু‌রের রস;
বৃদ্ধ বালক পান করে তৃপ্ত হলো আজ।

গাছীবধু রস জ্বালায় তাপালে
দাউ দাউ জ্বল‌ছে সেই উনান,
চা‌রি‌দি‌কে মিষ্টি ন‌লে‌নের গন্ধ;
আহঃ এ শীত তো নয় মন্দ।

রচয়িতাঃ
শাহাবুদ্দীন
যশোর সদর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৪৩৪২২২