সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

★★নীলাক্রান্ত হৃদয়★★

অবান্তিকা!!!
গভীর অরণ্যে
থমকে থাকা বিকাল বেলায়
শালিকের কিচিরমিচির
শুনেছ কি!

শুনেছ কি;
গভীর অরণ্যের পাহাড়ের
ঢাল বেয়ে বয়ে চলা
কুলকুল শব্দের
ঝর্ণার অবিরত ধারা।

দেখেছো কি;
সমকালের পায়ে-পায়ে
সভ্যতার স্মৃতি চিহ্ন
বয়ে যাই ঐতিহ্য
ক্ষয়ে যাই কোন এক কালে
ঠাই হয় ইতিহাসে।

অনুভব করেছো কখনো
খেয়ালি মাখা চুমো উচ্ছ্বাসে!
দেখেছ সম্রাজ্ঞী তুমি
শাহজাহানের তাজমহলে,
সহাস্য চিরন্তন ভালোবাসা
স্বপ্নবাঁধা অন্তর অমরের তরে!

স্বপ্নবাঁধা অন্তর;
আমি দেখেছি
ঐ ছায়ালোকের কায়া ছেড়ে
যাচ্ছে দূর হেয়ালি পথে
যেখানে শূণ্যমরূ পূর্ণ হত
স্বযতনে!

স্বযতনে;
রাখতে চেয়েছিলে আগলে
যতদিন না সূর্য্য উদীয়মান
চাঁদ-তারা সাক্ষী আজও
গগনে বর্তমান!

আজো;
নীশি-যামিনী একা চলে
আমার স্মৃতিপট বেয়ে
অঘোর আঁধারে
শুধুই শূণ্যতায়!

শূণ্যতায়;
যে সংবেদনে গেলে তুমি দূর
বহে মন স্মৃতিতে সে সূর
যে‘সুর হাত রাখা হাতে
দিয়েছিল এক চিলতে রৌদ্দুর।

মনে কি পড়ে
নাকি স্মৃতিপট থেকে
সব ফেলেছো মুছে।
স্মৃতি সব গেছে দূর দিগন্তে
নিলীমায় মিলিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন