বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

শীত নয় মন্দ


শী‌তের হি‌ম শীতল হাওয়া;
সহসা স্প‌র্শে জাগে শিহরণ,
শুক‌নো পাতার মর্মর ধ্বনি,
ক্ষীণ দৃষ্টির ভো‌রের কুয়াশা।

মেঘাচ্ছন্ন আকাশ বড্ড উদাস;
বাতা‌সে ফিস‌ফি‌সে শীতল গর্জন
দূর প্রা‌ন্তে জ্বল‌ছে প্র‌দীপ শিখা
গা‌ছের পাতা বে‌য়ে পড়ে জল।

সাত সকা‌লে হাঁড় কাঁপা‌নো শীত,
পদ্ম পুকু‌রে স্বচ্ছ জলের ঢেউ,
ঝিকমিক ক‌রে ওঠে এক কো‌নে,
শীত তাড়ানো সূর্যের মিষ্টি রোদ।

কচুপাতা জ‌মি‌য়ে‌ছে কুয়াশার জল,
সবুজ ঘাসের উপর করছে চিকচিক;
কলাপাতা বে‌য়ে টপটপ করে পড়ে,
শিউলি ফুল মাটির বুকে ঝরে পড়ে।

শীত নিদ্রার পালা এবার হলো শে‌ষ,
রৌদ্র বাড়াচ্ছ তার চিরন্তন  তেজ,
কলস ভর্তি মিষ্টি খেজু‌রের রস;
বৃদ্ধ বালক পান করে তৃপ্ত হলো আজ।

গাছীবধু রস জ্বালায় তাপালে
দাউ দাউ জ্বল‌ছে সেই উনান,
চা‌রি‌দি‌কে মিষ্টি ন‌লে‌নের গন্ধ;
আহঃ এ শীত তো নয় মন্দ।

রচয়িতাঃ
শাহাবুদ্দীন
যশোর সদর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৪৩৪২২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন