রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

আমার চাওয়া

অমরত্বে বিশ্বাসী নয় আমি ,
মরতে হবে একদিন এটাই সত্য জানি।
ক্ষণজন্মা এই ধরণীতে কিছু কর্মের জন্য,
বাঁচিয়ে রাখবে এই আমাকে করে তাদের পণ্য।
আমার কোন দাবিদাওয়া নেই,
এই নশ্বর ভুলকে।
যে কতদিন বাঁচবো আমি,
বাঁঁচবো বীরের বেশে।
কত জনই এলো গেলো আরো কতজন আসবে,
কতজনকে এই ধরণী অমর করে রাখবে।
ভীরু হয়ে প্রতারক সেজে চাইনা অমরত্ব,
ধরণীর বুকে আপন আলোয় দেখাতে চাই নিজের অস্তিত্ব।
প্রেমের কারনে চাইনা পেতে ইতিহাসের বুকে ঠাঁই,
মানবসেবাই করে আমি মানব প্রেমী হতে চাই।
মরনের পরে আমার যেন স্মরণ নাহি কেহ করে,
আমার কর্ম আমাকে বাঁচিয়ে রেখে সকলে যেন সদা স্মরে।
এটাই আমার বিশ্বাস,
এটাই আমার চাওয়া,
মরণের পরে সকলেই যেন আমাকে অনুস্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন