রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

স্বপ্নের গাঁ


ছোট্ট গাঁয়ের বনের ধারে
একটা ছোট্ট নদী,
পালতুলে কোথায় যাও
ওরে, ও ভাই মাঝিরে?

দিগন্তের ওই সবুজ মাঠে
রাখাল চরায় গরু,
দস্যি ছেলের ঘুরে বেড়ানো
গ্রাম থেকেই শুরু।

গাছের ছায়ায় করে খেলা
খোকা খুকুর দল,
কলসী কাঁখে বধূরা ঘাটে
নিতে আসে জল।

গ্রাম পেরিয়ে সবুজ মাঠ
গাঁয়ের পথের বাঁকে,
মাঝ রাতে চৌকিদার
জোর গলায় হাকে।

দিনের আলো নিভে যখন
সবাই একই ঘরে,
দাদু এবার পুঁথি পড়েন
মনোযোগ স্বরে।

খাওয়া দাওয়া শেষ করে
সবাই ঘুমের ঘোরে,
ঘুমিয়ে ঘুরে স্বপ্নলোকে
জাগে খুব ভোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন