রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

নবান্ন

ক্ষেত ভরেছে সোনা ধানে
আনন্দ তাই চাষার মনে।
শিশির ঝরে সবুজ ঘাসে
মুক্তাবিন্দু শুধুই হাসে।

নবান্ন যে আসলো ফিরে
কার্তিক অগ্রহায়ন মাসে।
এই রুপসী বাংলাতেই
সব মানুষের ঘরে ঘরে।

কুয়াশায় ঢাকা আকাশ ওই
দেখি সর্বদা রাতের বেলা।
কোথাও আবার বসে দেখি
নবান্নেরই বরণ  মেলা।

ধান কাটছে ব্যস্ত চাষা
আনন্দতে গাইছে গান।
কিষাণিরা মাড়াই করে
মুখে দিয়ে খিলি পান।

নতুন গুড়াই সবার ঘরে
পিঠা বানানো পড়ছে ধুম,
তাই খেয়ে গল্প দাদুর
চোখে আজ নেই ঘুম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন