রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

বিশ্বাসের বলিদান

বন্দুকের নল কি শেষ কথা?
শেষ কথা যদি থাকে সেইটা 'মানুষের বিবেক' ।
বিশ্বাসের এই ঊষর ভূমিতে দাঁড়িয়ে,
আমি অনুভব করি মানবতার আর্তনাদ।
আমি জানি, প্রতিটি শিশু জন্ম নেয় স্বাধীন ভাবে,
মুক্ত ভাবে পৃথিবীতে বিচরণের জন্য।
জানি, খাঁচায় বন্দী পাখি হারায় স্বকীয়তা,
প্রতিনিয়ত ডানা ঝাঁপটায় বলে 'আমি মুক্তি চাই'।
শাসকের নিষ্ঠুরতায় কেঁপে কেঁপে ওঠে বুক,
বন্দুকের নলের মুখে থাকে সকল বিশ্বাস।
তবুও কাঁপে না নিষ্ঠুর শাসকের বিবেক,
সময়ের ক্রান্তিকালে মানুষ হারিয়ে ফেলে মানুষের প্রতি
ভালবাসা, বিশ্বাস।
এ কেমন ধরণী বিধাতা দিলে মোরে?
যেখানে বিবেকহীন সব হায়েনার বসবাস।
কোন সে মমতাময়ী জঠরে করিলে ধারণ এ নিষ্ঠুর পাষাণের,
যেথায় অনুভব করি মানবতা শুন্য এক পাষাণ ধরিত্রী,
যেখানে বিশ্বাস হচ্ছে প্রতিনিয়ত শাসকের নিজ হস্তে বলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন