রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

যখন তুমি বললে

সেই তুমি এলে আমার দ্বারে,
কাশফুলের শুভ্রতা নিয়ে,
শিউলি ফুলের স্নিগ্ধ ছড়িয়ে,
আমার শূন্য ঘরের দখিনা দুয়ারে;
নূপুরের মৃদু ছন্দে, বিহঙ্গিনী ডানা মেলে।

প্রাণে দিলে প্রাণাবেগের দোলা,
অন্তরে বাজলো সুরের মাদল,
আমি যেনো আজ আত্মভোলা,
হৃদয়ের মাঝে প্রেমোদগম;
শিরায় শিরায় নৃত্যের তালে তাহার চলন।

সেই যে তুমি মুগ্ধতা ছড়ালে ,
এতো এতো ভালোলাগা তোমাতে,
বুঝিনি আগে হৃদয়ের ব্যকুলতা,
যেনো ছুটন্ত ঝরর্ণার অবিরাম জলধারা;
সাগরের ঢেউ বালুচরে আছড়ে পড়ার ব্যাকুলতা।

ছড়ালে তুমি জ্যোৎস্নার সিনিগ্ধতা,
যখনই দিলে ছড়িয়ে তোমার ওষ্ঠকোনে,
রঞ্জিত তব অধরের মধুর হাসি,
প্রায় অচেতন আমার ব্যাকুল হৃদয়;
যখন তুমি বললে, ‘আমি তোমাকে ভালোবাসি’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন